Hi

ঢাকা, বাংলাদেশ ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৩ হাজার বৃক্ষরোপণসহ পাখির বাসা তৈরি করেছেন বিএনপি নেতা অভি

বেঁচে বাঁচতে প্রয়োজন অক্সিজেন। আর অক্সিজেনের জন্য প্রয়োজন বৃক্ষ। এই প্রয়োজনীয়তায় অক্সিজেন উৎপাদনের জন্য বৃক্ষ রোপণ করে চলেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও পৌরসভা জুড়ে মাসব্যাপী তিন হাজার গাছের চারা রোপণ করছেন তিনি। এর আগে তিনি জীব-বৈচিত্র রক্ষায় ধামরাইয়ের গাছে গাছে পাখির বাসা তৈরি করে দেন।

বৃক্ষরোপণের সাথে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক দলের কর্মীরা জানান, দেশীয় প্রজাতির অনেক গাছ আজ বিলুপ্তির পথে। এসব গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব গাছের প্রয়োজনীয়তা ও বৃক্ষ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য উপজেলা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, ধামরাইয়ে বিগত সময়ে ব্যাপক বৃক্ষ নিধন করা হয়েছে। সড়কের পাশের গাছ, বিভিন্ন জায়গার গাছ কেটে পরিস্কার করে বাড়ি নির্মান করা হয়েছ। কিন্তু সে তুলনায় এখানে বৃক্ষ রোপন করা হয় নি। সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। কিন্তু স্বেচ্ছাসেবক দলের সকল মানুষের কথা ভেবে উপজেলা জুড়ে বৃক্ষ রোপন করেছেন। এই কর্মসুচী অবশ্যই প্রসংশার দাবিদার। আমরা চাই উপজেলাবাসীকে নিয়ে বৃহত্তর বৃক্ষরোপনের কর্মসূচী হাতে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখবে স্বেচ্ছাসেবক দল।

স্বেচ্ছাসেবক দলের কর্মী সুজন বলেন, আমরা বিগত স্বৈরাচার সরকারের সময় কোন ধরনের কর্মসূচী পালন করতে পারি নি। একজন সচেতন নাগরিক হিসাবে যে দায়িত্ব রয়েছে, দেশের প্রতি, মানুষের জন্য যে কিছু করার রয়েছে, সেটা থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা মানুষের জন্য কিছুই করতে পারি নি। দীর্ঘ ১৭ বছর পরে আমরা মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি। আমরা বাকি জীবনে ধামরাইবাসীর জন্য তথা মানুষের জন্য, পরিবেশের জন্য কিছু করতে চাই।

সম্প্রতি ধামরাইয়ের আলীনগর এলাকায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে উপজেলার ১২ টি ইউনিয়নে গাছের চারা রোপন শেষ হয়। এসময় নাজমুল হাসান অভি বলেন, আমরা ধামরাই পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ১৬ টি ইউনিয়নের তিন হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছিল।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, আমরা ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপনের মাধ্যমে পৌরসভার ছয়টি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি শেষ শেষ হয়। সামনে পৌরসভার আরও ৩টি ওয়ার্ডে কর্মসূচি শেষ হবে। আরও চারটি ইউনিয়নে বৃক্ষ রোপন সফলভাবে শেষ করার মাধ্যমে তিন হাজার গাছ বিতরণ ও রোপন শেষ হবে।

বিগত স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে প্রত্যেক এলাকায় বিপুল সংখ্যক গাছ কেটে ইটভাটায় দেদারছে ব্যবহার করা হয়েছে। কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে তারা সম্পন্ন করেনি। তবে মাঝে মধ্যে তারা ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। যা অত্যন্ত লজ্জার। আমরা লোক দেখানো কর্মসূচী হাতে নেই নি। এলাকাবাসী আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচীতে অংশ নিয়েছেন। এই স্বল্প সময়ে, বৃষ্টি কালীন মৌসুমে তিন হাজার গাছ রোপনের মধ্য দিয়ে মূলত মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা আমরা করেছি। ইতিমধ্যে আমরা সাড়া জাগাতে পেরেছি। মানুষ যাতে আরও বেশি বেশি গাছ রোপন করে ও পরিবেশ বিপর্যয় রোধে ভূমিকা রাখে তার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। এছাড়া ধামরাইয়ে জীববৈচিত্র্য রক্ষায় গাছে গাছে পাখির বাসা তৈরি করে দেওয়া হয়েছে।

মাস জুড়ে এই কর্মসূচীতে নাজমুল হাসান অভির সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, সম্রাট বাবর, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাইখ আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

৩ হাজার বৃক্ষরোপণসহ পাখির বাসা তৈরি করেছেন বিএনপি নেতা অভি

আপডেট : ১০:৫৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বেঁচে বাঁচতে প্রয়োজন অক্সিজেন। আর অক্সিজেনের জন্য প্রয়োজন বৃক্ষ। এই প্রয়োজনীয়তায় অক্সিজেন উৎপাদনের জন্য বৃক্ষ রোপণ করে চলেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও পৌরসভা জুড়ে মাসব্যাপী তিন হাজার গাছের চারা রোপণ করছেন তিনি। এর আগে তিনি জীব-বৈচিত্র রক্ষায় ধামরাইয়ের গাছে গাছে পাখির বাসা তৈরি করে দেন।

বৃক্ষরোপণের সাথে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক দলের কর্মীরা জানান, দেশীয় প্রজাতির অনেক গাছ আজ বিলুপ্তির পথে। এসব গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব গাছের প্রয়োজনীয়তা ও বৃক্ষ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য উপজেলা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, ধামরাইয়ে বিগত সময়ে ব্যাপক বৃক্ষ নিধন করা হয়েছে। সড়কের পাশের গাছ, বিভিন্ন জায়গার গাছ কেটে পরিস্কার করে বাড়ি নির্মান করা হয়েছ। কিন্তু সে তুলনায় এখানে বৃক্ষ রোপন করা হয় নি। সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। কিন্তু স্বেচ্ছাসেবক দলের সকল মানুষের কথা ভেবে উপজেলা জুড়ে বৃক্ষ রোপন করেছেন। এই কর্মসুচী অবশ্যই প্রসংশার দাবিদার। আমরা চাই উপজেলাবাসীকে নিয়ে বৃহত্তর বৃক্ষরোপনের কর্মসূচী হাতে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখবে স্বেচ্ছাসেবক দল।

স্বেচ্ছাসেবক দলের কর্মী সুজন বলেন, আমরা বিগত স্বৈরাচার সরকারের সময় কোন ধরনের কর্মসূচী পালন করতে পারি নি। একজন সচেতন নাগরিক হিসাবে যে দায়িত্ব রয়েছে, দেশের প্রতি, মানুষের জন্য যে কিছু করার রয়েছে, সেটা থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা মানুষের জন্য কিছুই করতে পারি নি। দীর্ঘ ১৭ বছর পরে আমরা মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি। আমরা বাকি জীবনে ধামরাইবাসীর জন্য তথা মানুষের জন্য, পরিবেশের জন্য কিছু করতে চাই।

সম্প্রতি ধামরাইয়ের আলীনগর এলাকায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে উপজেলার ১২ টি ইউনিয়নে গাছের চারা রোপন শেষ হয়। এসময় নাজমুল হাসান অভি বলেন, আমরা ধামরাই পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ১৬ টি ইউনিয়নের তিন হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছিল।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, আমরা ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপনের মাধ্যমে পৌরসভার ছয়টি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি শেষ শেষ হয়। সামনে পৌরসভার আরও ৩টি ওয়ার্ডে কর্মসূচি শেষ হবে। আরও চারটি ইউনিয়নে বৃক্ষ রোপন সফলভাবে শেষ করার মাধ্যমে তিন হাজার গাছ বিতরণ ও রোপন শেষ হবে।

বিগত স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে প্রত্যেক এলাকায় বিপুল সংখ্যক গাছ কেটে ইটভাটায় দেদারছে ব্যবহার করা হয়েছে। কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে তারা সম্পন্ন করেনি। তবে মাঝে মধ্যে তারা ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। যা অত্যন্ত লজ্জার। আমরা লোক দেখানো কর্মসূচী হাতে নেই নি। এলাকাবাসী আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচীতে অংশ নিয়েছেন। এই স্বল্প সময়ে, বৃষ্টি কালীন মৌসুমে তিন হাজার গাছ রোপনের মধ্য দিয়ে মূলত মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা আমরা করেছি। ইতিমধ্যে আমরা সাড়া জাগাতে পেরেছি। মানুষ যাতে আরও বেশি বেশি গাছ রোপন করে ও পরিবেশ বিপর্যয় রোধে ভূমিকা রাখে তার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। এছাড়া ধামরাইয়ে জীববৈচিত্র্য রক্ষায় গাছে গাছে পাখির বাসা তৈরি করে দেওয়া হয়েছে।

মাস জুড়ে এই কর্মসূচীতে নাজমুল হাসান অভির সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, সম্রাট বাবর, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাইখ আহমেদসহ শতাধিক নেতাকর্মী।