
সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই দুই মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যার দিকে নিখোঁজ হয় শিশু দুটি।
মৃত দুই জন হলো- পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানারর জিয়াউল হোসেনের ছেলে মানিক মিয়া (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একটি পুকুরে একজন শিশুর মরদেহ ভাসতে দেখে পথচারীরা। পাশেই আরও এক শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত শিশুদের স্বজনরা জানান, লিমন ও মানিক দুই জনই মাদরাসায় লেখাপড়া করতো। তারা গতকাল সন্ধ্যার আগে বাসা থেকে বের হয়। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় নি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায় নি। আজ সকালে দুই জনের মরদেহই পুকুরে পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাইফুল্লাহ্ আকন্দ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।