
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি স্কুলবাসে আত্মঘাতী বোমা হামলায় চার শিশু ও দুজন পূর্ণ বয়স্ক লোক নিহত হয়েছে। পাকিস্তান সরকার এই হামলার জন্য ভারতকে দোষারোপ করেছে।
বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় থাকা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সন্তানদের যাতায়াতে ব্যবহার করা ওই স্কুলবাসটিতে হামলার ঘটনায় এর চালক ও তার সহকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর এএফপির।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলা পরিচালনায় মদদ দেওয়ার জন্য চিরশত্রু প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছে। কয়েক যুগের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতের পর দুসপ্তাহ ধরে যুদ্ধবিরতিতে থাকা এই দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই অভিযোগ করা হলো।
শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীরা নিষ্পাপ শিশুদের বহনকারী স্কুলবাসে হামলার মাধ্যমে শত্রুতার একটি পরিষ্কার নজির তৈরি করলো।
পাকিস্তানের সামরিক বাহিনীও এক বিবৃতিতে বলেছে, ভারতের পরিকল্পনায় এই হামলা বাস্তবায়ন করা হয়েছে।
পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী দেশ প্রতিনিয়ত একে অন্যের বিরুদ্ধে তাদের মূল ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ জানিয়ে আসছে।
এদিকে, বেলুচিস্তানের এই হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, চারজন শিশু এই হামলায় মারা গেছে এবং এর সাথে বাসটির চালক ও তার সহকারীও মারা গেছে।
খুজদার জেলার স্থানীয় সরকার বিভাগের একজন পদস্থ কর্মকর্তা ইয়াসির ইকবাল দাস্তি হামলা সম্পর্কে বলেন, আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে বোমা হামলা চালানো হয়েছে। তবে কী ধরনের বোমা এই হামলায় ব্যবহার হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মঘাতী বোমা হামলা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় আহত হয়েছে আরও ২৪ জনের বেশি মানুষ।