
ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাগড়া গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া (৬০);রবিবার বিকাল ৩ ঘটিকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গাছের ডালের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।নিহত সুরুজ মিয়া স্থানীয় ঘাগড়া গ্রামের বাসিন্দা আমসর আলীর ছেলে।
অপরদিকে একই ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে মো. সজীব (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১১ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া স্থানীয় ছনকান্দা গ্রামের বাসিন্দা মজি মিয়ার ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স খবরের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,আমি এবং ইউনিয়নের প্রশাসক উপজেলা সমবায় অফিসারকে নিয়ে পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছি।দাফন কাফনের জন্য তাৎক্ষণিক প্রতি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং নিয়মানুযায়ী সরকারি সহযোগিতা করবো।উপজেলা নির্বাহী অফিসার তিনি আরও বলেন,সংশ্লিষ্ট পরিবারের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও অন্য সরকারি সুবিধার আওতায় আনার জন্য প্রশাসক ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে নির্দেশনা দেয়া হয়েছে।
নিহতের প্রতিবেশী চাচা মো. আজাদ জানান, ঘটনার সময় নিহত সজীব গরুর খাবারের জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে গিয়ে সজীব চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।