,
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক: আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নবম এই আসরকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড। ইনজুরিতে পড়ায় কয়েক মাস টি–টোয়েন্টি দলের বাইরে থাকলেও তাকেই অধিনায়ক করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে নেতৃত্ব দিয়ে ঘোষণা হয়েছে ১৫ সদস্যের দল।

নিউজিল্যান্ডের সর্বশেষ ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচ খেলেছেন ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ‘অমায়িক’ খ্যাত কেন। কিন্তু তবুও তার নেতৃত্বের ওপর ভরসা রেখেছে কিউই টিম ম্যানেজমেন্ট। যদিও ১ মের মধ্যে দল ঘোষণা করতে বলা হয়েছে। ২৫ মে পর্যন্ত ঘোষিত দলে পরিবর্তন আনা যাবে।

এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলা কেনের অধিনায়ক হিসেবে চতুর্থ বিশ্বকাপ হবে এটা। ঘোষিত এই দলে থাকা টিম সাউদির সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে এটি।  ১৯৯৯ বিশ্বকাপের সঙ্গে মিল রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড।

শুধু উইলিয়ামসন নন, ইনজুরিতে থাকা ডেভন কনওয়েও আছেন বিশ্বকাপের দলে। অ্যাডাম মিলনে ও কাইল জেমিসন ছিটকে গেছেন দল থেকে। সদ্য ঘোষিত এই দলে সুযোগ পাওয়া ম্যাট হেনরি এবং রাচিন রবীন্দ্র এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। ১৫ সদস্যের বাইরে রিজার্ভ হিসেবে বেন সিয়ার্সকে বেছে নিয়ে ব্ল্যাক ক্যাপস ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি। রিজার্ভ : বেন সিয়ার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সম্পর্কিত আরও খবর পড়ুন:

Jonogoner Khobor - জনগণের খবর পোর্টালের গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

 আমাদের পরিবার

About Us

Contact Us

Disclaimer

Privacy Policy

Terms and Conditions

Design & Developed by: Sheikh IT
sheikhit

জনগণের খবর পোর্টালের কোনো প্রকার নিউজ, ছবি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোথাও ব্যবহার করা যাবে না। ধন্যবাদ।