
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ভূমি মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৬ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জনসচেতনতা মূলক সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। সঞ্চালনায় সদর সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম।
উক্ত ভূমি মেলায় ও জনসচেনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আজিম উদ্দিন,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন,জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সাইফুল ইসলাম,সাংবাদিক ইউনিয়নের (জেইউএম) সভাপতি এম আইয়ুব আলী,মুক্তিযোদ্ধা মোজাম্মেল ইসলাম,শহীদ সাগরের পিতা মোঃ আসাদুজ্জামান,জামিল হোসেন সোহেল,বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন,
প্রান্তিক জনগণের কাছে এ বিষয়ে তুলে ধরা। এজন্য সকলকে একসাথে করেছি।
জনসচেতনতা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিজয়ী দের পুরস্কার বিতরণ করেন।