Hi

ঢাকা, বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও আর্সেনালকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে লুইস এনরিকের দল।

অন্যদিকে শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। এর আগে প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি।

আগামী ১ জুন জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। এর আগে বার্সেলোনাকে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছিল ইন্টার।

পিএসজি এর আগে সর্বশেষ ফাইনালে উঠেছিল ২০২০ সালে। ওই মৌসুমের বায়ার্ন মিউনিখের হেরে প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া করে দলটি। পাঁচ বছর পর তাদের সামনে আরও একটি সুযোগ। এবার ইন্টারকে হারাতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করবে পিএসজি।

বুধবার পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আর্সেনাল দুর্দান্ত খেললেও পিএসজি ধৈর্য্য ধরে খেলে। পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা একাধিক বিশ্বমানের সেভ করেন।

খেলার ধারার বিপরীতে ২৭ মিনিটে পিএসজি প্রথম গোল পায়। আর্সেনালের থমাস পার্টে ভুলভাবে একটি হেড করেন, যা পিএসজির ফাবিয়ান রুইজের পায়ে এসে পড়ে। তিনি দারুণভাবে বল কন্ট্রোল করে জোরালো শটে গোল করেন। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ৪৬তম ম্যাচে প্রথম গোল। এতে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

৬৪ মিনিটে আবারো দোন্নারুম্মা আর্সেনালের বুকায়ো সাকার একটি শট দুর্দান্তভাবে ঠেকান। এরপর ৬৯ মিনিটে আশরাফ হাকিমির শট হাতে লাগিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেন মাইলস লুইস-স্কেলি। কিন্তু ভিটিনহার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

৭২ মিনিটে হাকিমি ওসুমানে দেম্বেলের সঙ্গে ওয়ান-টু খেলে দারুণভাবে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার ৪ মিনিট পর সাকা একটি গোল শোধ দেন। তবে কয়েক মিনিট পর একটি সহজ সুযোগ মিস করে পিএসজির জয় নিশ্চিত করে দেন তিনি।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি

আপডেট : ০৩:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও আর্সেনালকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে লুইস এনরিকের দল।

অন্যদিকে শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। এর আগে প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি।

আগামী ১ জুন জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। এর আগে বার্সেলোনাকে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছিল ইন্টার।

পিএসজি এর আগে সর্বশেষ ফাইনালে উঠেছিল ২০২০ সালে। ওই মৌসুমের বায়ার্ন মিউনিখের হেরে প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া করে দলটি। পাঁচ বছর পর তাদের সামনে আরও একটি সুযোগ। এবার ইন্টারকে হারাতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করবে পিএসজি।

বুধবার পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আর্সেনাল দুর্দান্ত খেললেও পিএসজি ধৈর্য্য ধরে খেলে। পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা একাধিক বিশ্বমানের সেভ করেন।

খেলার ধারার বিপরীতে ২৭ মিনিটে পিএসজি প্রথম গোল পায়। আর্সেনালের থমাস পার্টে ভুলভাবে একটি হেড করেন, যা পিএসজির ফাবিয়ান রুইজের পায়ে এসে পড়ে। তিনি দারুণভাবে বল কন্ট্রোল করে জোরালো শটে গোল করেন। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ৪৬তম ম্যাচে প্রথম গোল। এতে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

৬৪ মিনিটে আবারো দোন্নারুম্মা আর্সেনালের বুকায়ো সাকার একটি শট দুর্দান্তভাবে ঠেকান। এরপর ৬৯ মিনিটে আশরাফ হাকিমির শট হাতে লাগিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেন মাইলস লুইস-স্কেলি। কিন্তু ভিটিনহার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

৭২ মিনিটে হাকিমি ওসুমানে দেম্বেলের সঙ্গে ওয়ান-টু খেলে দারুণভাবে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার ৪ মিনিট পর সাকা একটি গোল শোধ দেন। তবে কয়েক মিনিট পর একটি সহজ সুযোগ মিস করে পিএসজির জয় নিশ্চিত করে দেন তিনি।