টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার (১৪মে) রাত ১টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন বাসাইল উপজেলার ফুলকি এলাকার মৃত তায়েজ উদ্দিনের ছেলে। তিনি ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরিফ আল রানা বালিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে,তিনি ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ।গত১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে ১৮ নংএকটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে