বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস কমিউনিটি দোহা, কাতারের পূর্ণাঙ্গ কমিটি কাতারের মান্যবর রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে জমা প্রদান করেন বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস কমিউনিটি,দোহা, কাতারের সভাপতি-হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক- শাহাদাত হোসেন বাবু, উপদেষ্টা -গোলাম মাওলা হাজারী,শাহ আলম খান, মারুফ হোসেন, ইঞ্জিনিয়ার ওয়াহিদ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন উক্ত কমিটির সহ-সভাপতি-নূর হোসেন, যুগ্ন সাধারণ- সম্পাদক শরিফুল ইসলাম সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ নূরনবী আশরাফ, সাংগঠনিক সম্পাদক- মো:মাসুম,সাংগঠনিক সম্পাদক-মোঃএনায়েত বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক-মোঃ মাসুম বিল্লাহ,
দপ্তর সম্পাদক-মাছুম তালুকদার,প্রচার সম্পাদক-পারভেজ হাজারী,
ক্রিয়া সম্পাদক-সালাউদ্দিন ফারুক,
কার্যকরী সদস্য-মো: গাজ ইসলাম,সুমন মিয়া,রাজু আহমেদ, দেলোয়ার হোসেনসহ অনেকেই।
বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস কমিউনিটি, দোহা,কাতার একটি সামাজিক সংগঠন।
বাংলাদেশী প্রবাসীরদের যেকোন কাজে সার্বিক সহযোগীতা,তাদের বিপদে-আপদে পাশে থাকা,দুঃখ,দূর্দশা,আবেগ,অনুভূতি,ভালোলাগা দেশ বাসীর কাছে তুলে ধরা,কাতারে বসবাসরত প্রবাসীদের কাতারের আইন-কারুন সম্পর্কে সচেতন করা,বিভিন্ন জায়গায় অসচেতনমূলকভাবে ময়লা,আবর্জনা ফেলে রাখা জায়গায় পরিছন্নকর্মী হয়ে কাজ করা অসহায় প্রবাসীদের জন্য ত্রানের ব্যবস্থা করা ও সবাইকে সচেতন করা। সকল সামাজিক কার্যক্রমে অংশগ্রহণই হলো বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস কমিউনিটি,দোহা,কাতারে মূল কাজ।
উক্ত কমিটিতে উপদেস্টা হিসেবে আরো আছেন-মিঠু বেপারী,মাহামুদুল হাসান,কে এম শাকিলুর রহমান সোহেল,আল-আমিন খান,
আসিকউজ্জামান আসিক,
মোঃদুলাল ও মোঃ সেলিম রেজা।
মাননীয় রাষ্ট্রদূত নজরুল ইসলামের সাথে কমিটির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূনাঙ্গ কমিটির উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।
এ সময় মাননীয় রাষ্ট্রদূত কমিটির সকল সদস্যদের সকল সামাজিক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবাইকে সুশৃঙ্খলভাবে বাংলাদেশী প্রবাসীদের পাশে থাকার আহবান জানান।