আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হক (২৮) নামে অপর আরেক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুর জেলা বিএনপির অস্থায় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দা ও চাপাতি উদ্ধার করে।
ঘটনার সূত্রপাত জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা বিএনপির কার্যালয়ে মামলা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বিকেলে পদবঞ্চিত কয়েকশত নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হলে কর্ত্যবরত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে ছাত্রদল নেতা সাদিকুর মারা যায়।
সাদিকুরের স্বজনরা বলেন, আমার ভাই আর নেই। নামধারী ছাত্রদলের কিছু সন্ত্রাসীদের কারণে আমার ভাই আজ নেই। হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ছাত্রদলের এক নেতার নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি ব্যবস্থা নিচ্ছি।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে জেলা ছাত্রদলের সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছে। এর জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনকে অবাঞ্ছিত এবং বাসভবন ভাংচুরসহ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।