আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ইটাখোলা (ঢাকা-সিলেট মহাসড়ক) মোড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে ৪টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে দুরুদ মিয়া (৪৫), একই জেলার শ্রীমঙ্গল উপজেলার বৌ রাশি গ্রামের আঃ গনি মিয়ার ছেলে মজিবর (৩২), একই উপজেলার লমুয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মনির হোসেন ঝাড় (৩৭), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পোরাইকলা গ্রামের তুলাই মিয়ার ছেলে ফারুক মিয়া ওরফে পরুন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃত আব্দুল কাহারের ছেলে জাহের মিয়া (৫২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার তথ্যটি নিশ্চিত করেন।
ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) এর নির্দেশনায় সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে জেলা গোয়েন্দা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডাকাত, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মে) ভোর সাড়ে ৫ টায় উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান, জামিরুল ইসলাম ও মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার ইটাখোলা (ঢাকা-সিলেট) মহাসড়কে সন্দেহভাজন একটি পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪ টি গরুসহ ৫ জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, আটককৃত ডাকাতরা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে তা অন্যেত্রে বিক্রয়ের জন্য নিয়ে আসে। তারা এও স্বীকার করে যে, গত ১৬ মে ও ১৭ মে মনোহরদী থানার চক-মাধবদী এলাকা থেকে ৬ টি গরু চুরি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ওই গরু গুলে মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
আটককৃত দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরিসহ ২২ টি, মজিবরের নামে দ্রুত বিচার আইনে ১ টি মনির হোসেন ঝারুর নামে ৮ টি ও জাহেদ মিয়ার নামে ১টি চুরির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।