কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ ১১ জ্যৈষ্ঠ বিকাল ৪টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদীচী কেন্দুয়া শাখার সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, লেখক,গীতিকার নূরুল ইসলাম।
সমবেত জাতীয় সঙ্গীত এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আলোচনা করেন, গীতিকার রফিকুল হাসান আল ভান্ডারী, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মান্নান ভূঞা, রিপোর্টার্সক্লাব সাবেক সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ মামুন, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক সাংবাদিক ও ছড়াকার রহমান জীবন,কবি মাহবুবা খান দ্বিপান্বিতা, বকুল আল হায়াতপুরী,আল হাছানী আল মাইজভাণ্ডারী, উদীচীর যুগ্ম সম্পাদক ব্রজদুলাল রায়, সাংস্কৃতিক সম্পাদক অনুকূল সরকার,মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা আফজালুন্নেছা রুমী,সদস্য তমজিদ হোসেন প্রমূখ।
পরে কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।