আব্দুর রউফ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের আন্তজেলা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে মো. কামরুল ইসলাম (৩৩) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কি শোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও জেলা সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ।
গতকাল বুধবার (২৪ মে) দিবাগত রাত ১১ টার সময় জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে উক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান গতকাল বুধবার রাত ১০:৩০ মিনিটের সময় খবর পাই শহরের গাইটাল বাসস্ট্যান্ড এর পাবলিক টয়লেটের ভিতর একজন লোক মারা গেছে, এই সংবাদ পেয়ে আমি ০৭ জন ফায়ার সার্ভিসের চৌকস সদস্যদের কে নিয়ে গিয়ে হাইড্রোলিক কাটার ব্যবহার করে টয়লেটের ভিতর থেকে উক্ত মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ এর নিকট মৃতদেহ হস্তান্তর করি।
জানা যায় পাবলিক টয়লেটে নিহত কামরুল কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুড়িরচর গ্রামের আব্দুল হাসিমের ছেলে। তিনি বাসস্ট্যান্ডেরই কোন একটি বাসের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের গাইটাল এলাকার আন্তঃজেলা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে এক ব্যক্তি আটকে রয়েছেন -এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি বাসস্ট্যান্ডের পরিবহণ শ্রমিকরা পুলিশ ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানাইলে
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ছুটে আসে। রাত ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী ফায়ার সার্ভিসের কর্মীদের কে নিয়ে টয়লেটের দরজা কেটে মরদেহ টি উদ্ধার করেন। মরদেহের পকেটে থাকা মানিব্যাগ থেকে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপির সূত্রে জানা যায় তার নাম মো. কামরুল ইসলাম ও ঠিকানা পাওয়া যায়। সে সময় তার সঙ্গে থাকা একটি মোবাইলফোনও পাওয়া যায়।
এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ সংবাদ মাধ্যম কে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রহিয়াছে।