মারুফ হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি উদযাপন করবে বাংলাদেশ ছাত্রলীগ। এই লক্ষ্যে আগামীকাল সোমবার (২২ মে) ‘আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ’ করবে সংগঠনটি।
রবিবার (২১ মে) সংবাদ মাধ্যমে পাঠানো কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করবে ছাত্রসমাজ।
সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। ৩০ মিনিট শোভাযাত্রার পর সাড়ে ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবে ছাত্রলীগ।
প্রসঙ্গত: গত ১৬ মে জাতিসংঘে প্রথমবারের মতো কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবাভিত্তিক একটি প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন স্বাস্থ্যপরিষেবা অর্জনে একটি অংশগ্রহণমূলুক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি শিরোনামে ঐতিহাসিক প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকভত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্যকে উদ্ভাবনীমূলক নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।