গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় কলেজ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আহম্মদউল্লাহ খন্দকার।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর স্বাক্ষরিত এক ফলাফল বিবরণীতে এ তথ্য জানা যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, প্রশিক্ষণ ও সৃজনশীল প্রশ্ন তৈরির দক্ষতা, ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, শ্রেণি পাঠদানে সক্ষমতাসহ বিভিন্ন কৃতিত্ব মূল্যায়নে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।
জানা যায়, এ গুণী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর যাত্রাপুর গ্রামের কৃতিসন্তান। তিনি একজন সাবেক কৃতি অ্যাথলেট ও সংস্কৃতিকর্মী। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন।