টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম ভেবল ও তার ছোট ভাই এস,এম পারভেজ ওরফে বুলবুলের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল দুপুর ১২.৩০ মিনিটের সময় বাসাইল মনি ক্লিনিকের সামনে থেকে, বাসাইল দক্ষিণ পাড়া নিবাসী মতিউর রহমান নামের এক বৃদ্ধের,গরু বিক্রি করে হাট থেকে ফেরার পথে,বৃদ্ধ মতিউর রহমানকে এলোপাতাড়ি মারধর করে (১৪০.৫০০) এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত টাকার সবগুলোই ছিনতাই করে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
বৃদ্ধ মতিউর বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত তিনদিন ভর্তি থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে বাসাইল থানায় ১লা মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খুঁজ নিয়ে জানা যায়, বাসাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম ভেবল পূর্ব থেকেই এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক।তার এলাকায়,তার রয়েছে একটি সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী।এলাকায় তাদের প্রভাবে কেউ তার বিরুদ্ধে মুখ ফুটে অভিযোগ করতেও সাহসী নয়।মাত্র কিছু দিন পূর্বেও একটি হত্যাচেষ্টা মামলায় সে জামিনে আসেন।আগামী বাসাইল পৌরসভার নির্বাচনে যাতে তার বিরুদ্ধে কেউ তার ওয়ার্ডে প্রার্থী হতে সাহস না করেন,সে উদ্দেশ্যেই সে এবং তার অনুসারী বাহিনী এলাকায় সবসময় তান্ডব চলমান রেখেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাসাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল শাহ আলম ভেবলের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে লাইনে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাসাইল থানার ওসি জনাব মোস্তাফিজুর রহমান বলেন,মতিউর রহমান নামের এক বৃদ্ধের লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।