সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি:
হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে প্রতিদিন থানা ও ডিবি পুলিশের কাছে হন্নে হয়ে ঘুরছে শত শত মানুষ। পুলিশ চাহিদা মাফিক হারানো মোবাইল উদ্ধার করতে না পারলেও প্রায়৷ প্রতিদিনই কিছু মোবাইল উদ্ধার করছে। এর মাঝে কোতোয়ালি মডেল থানা পুলিশের এএসআই আমির হামজা উল্লেখযোগ্য সংখ্যক মোবাইল উদ্ধার করছে। ফলে সিংহভাগ হারানো মোবাইল মালিকদের চাহিদা পুরণ হচ্ছে বলে অনেকেই মনে করেন।
হারানো মোবাইল মালিকরা মনে করেন হারানো মোবাইল উদ্ধারে মানুষের আশা ভরসার অন্যতম আশ্রয়স্থল। কাজেও তেমনি বলে পরিচয় বহন করে চলছেন আমির হামজা। এই কাজের পুরস্কার সরুপ তিনি মঙ্গলবার (২১ মার্চ) ময়মনসিংহ রেঞ্জে জানুয়ারী/২০২৩ মাসে মোবাইল ফোন উদ্ধারে শ্রেষ্ঠ এ এসআই নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কোতোয়ালী মডেল থানার এ এসআই আমির হামজাকে পুরস্কৃত করেছেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।