বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: উইন্ডোজ ১১ নিয়ে এখনো সমস্যা চলমান। অনেক ব্যবহারকারী অপারেটিং সিস্টেমে বিভিন্ন সমস্যা পাওয়ার কথাও জানাচ্ছেন। এর মধ্যে নতুন গুঞ্জন উঠেছে যে চলতি বছর উইন্ডোজ ১২ উন্মোচন করতে পারে মাইক্রোসফট। সে সঙ্গে ২০২৪ সাল নাগাদ এটি বাজারে আনা হতে পারে।
নতুন উইন্ডোজের বিষয়ে এখনো মাইক্রোসফট ও ইন্টেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নতুন ভার্সনের উন্নয়নসংক্রান্ত তথ্য প্রকাশ করার কথা রয়েছে। তবে এ খাতসংশ্লিষ্টদের কাছ থেকে তথ্যটি একেবারেই আশ্চর্যজনক হিসেবে আসেনি।
জানা গেছে মাইক্রোসফট এর উইন্ডোজ রোডম্যাপে পরিবর্তন এনেছে। পাশাপাশি সামনে বছর বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছে। মাইক্রোসফট যে একাই এ ধরনের পদক্ষেপ নেবে তা নয়। এ উদ্যোগ বাস্তবায়নে প্রযুক্তি জায়ান্টটিকে অন্য সহযোগীদের সহায়তা নিতে হবে।
বিশ্লেষকদের মতো, যদি সত্যিই উইন্ডোজ ১২ বাজারজাতের সম্ভাবনা থাকে তাহলে মাইক্রোসফট বড় ঘোষণার মাধ্যমেই বিষয়টি প্রকাশ্যে আনবে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা শোনার জন্য চলতি বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।