সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি:
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা। অবশেষে গ্রেফতার করল ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর নাম মোঃ সেলিম। সে নগরীর তিনকোনা পুকুর পাড়ের মকবুল হোসেন পুত্র।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, জেলা সদরের কাটাখালী এলাকায় ২০০৩ সনে জায়গা জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় একজন মারা যায়। ঐ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২২(১০)২০০৩,দঃ বিঃ, রুজু হয়। মামলাটি বিচারকার্য করলাম শেষে ১৩/০৬/২০১৭ ইং আসামী মোঃ সেলিমের যাবজ্জীবন সাজা দেয় আদালত। এর আগেই আসামি সেলিম আদালত থেকে জামিনে গিয়ে ১৭ বছর ধরে ছদ্ধবেশে পালিয়ে বেড়া। পলাতক সেলিমকে গ্রেফতারে কোতোয়ালি পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। বুধবার রাতে কোতোয়ালি থানার একটি টিম তাকে নগরীর নওমহল থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেলিমকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।