জামিল মোহাম্মদ জনি: ফেসবুকে নিজেকে নিয়ে প্রচারিত ভুয়া খবরের প্রতিবাদে নিজের অবস্থা ব্যক্ত করেছেন নুর কবির। তিনি জানান, গত ০১/০৩/২০২৩ তারিখে আমাকে নিয়ে ফেইসবুকে দুইটা আইডি shajain pru marma ও wahidul Alame থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়।যেখানে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমাকে নাজেহাল করার জন্য করেছেন।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ফেইসবুক আইডির দুই লোককে আমি চিনি না।আমি shajain pru marma ফেইসবুক আইডির লোকের কোনো জায়গা দখল করি নাই। আমি রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলায় পাহাড়ী ও বাঙ্গালী স্থায়ীভাবে বসবাস করি।মূলত ফেইজবুকে উসকানীমূলক প্ররোচনা চালিয়ে পাহাড়ী ও বাঙ্গালীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য এইসব লিখেছেন। পাহাড়ী ও বাঙ্গালী শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।
তিনি আরও বলেন, কে বা কারা তাকে উসকানীমূলক স্ট্যাটাস দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। ফেইসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনরকম ভিত্তি ছাড়ায় এইরকম মিথ্যা বানোয়াট এবং অশালীন কূরুচীপূর্ণ লিখনীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।