মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে হোটেলে নিম্নমানের ও অপরিষ্কারভাবে খাবার তৈরি করার অপরাধে ২টি হোটেলের মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টায় পৌরএলাকার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এজরিমানা করেন দিনাজপুর জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
এসময় হোটেলের নিম্নমানের খাবার,গ্রাহকের সাথে অসৌজন্য মূলক আচারণ এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করার কারণে ২টি হোটেলকে জরিমানা করা হয়।সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।
এ সময় ঢাকা হোটেলের মালিক মনতাজ মিয়াকে ৭হাজার এবং রাজলক্ষী হোটেলের মালিক কার্তিক চৌধুরীকে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও সংরক্ষণ, গ্রাহকের সাথে অসৌজন্য মূলক আচারণ করায় এক হোটেল মালিকের বিষয়ে অভিযোগ আসছিল।তারই প্রেক্ষিতে আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং এর সত্যতাও পাই।
হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এ সময় মুসফিকুর রহমান,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা,হারুন অর রশিদ,নমুনা সংগ্রহ কারী, এরশাদ আলী,অফিস সহকারী (ভোক্তা অধিকার দিনাজপুর),ঘোড়াঘাট থানার এসআই তপন দাস গুপ্ত, এএসআই মিলু মিয়া সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।