আব্দুর রউফ ভূঁইয়া: কিশোরগঞ্জে ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ সিপিসি-২ এর সদস্যরা।
গত বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প। আটককৃত ইকবাল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী এলাকার মৃত ছোরত আলীর ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়া সাকিনস্থ ভূঁইয়া সুপার মার্কেট এলাকা থেকে ইকবালকে আটক করা হয়।
তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ টাকা ও দু্ইটি মোবাইলফোন জব্দ করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে ইকবাল সে নিজ কে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
র্যাব জানায় এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।