গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২০২২ সালের কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৮৮ দশমিক ২৭ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়- চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এইচএসসিতে ১১ হাজার ৫৭৯ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬ হাজার ৪৬৫ এবং ছেলে পরীক্ষার্থী ৫ হাজার ১১৪। পাশ করে মোট ১০ হাজার ২২১ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৫ হাজার ৯১১, ছেলে পরীক্ষার্থী পাশ করে ৪ হাজার ৩১০ জন ।
এইচএসসি বিএমটিতে ৮০৯ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাশ করে ৭৫৮ জন।পাশের হার ৯৩.৬৯ শতাংশ। ভোকেশনালে ১৬৪ জন পরীক্ষা দেয়।তাদের মধ্যে পাশ করে ৯৫ জন। পাশের হার ৫৭.৯২ শতাংশ। আলিম পরীক্ষায় ৯৪৬ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাশ করে ৮৫২ জন। পাশের হার ৯০.০৬ শতাংশ।
এবার ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫১ জন, এইচএসসি বিএমটিতে পেয়েছে ৭৬ জন, ভোকেশনালে পেয়েছে ৩২ জন এবং আলিম পরীক্ষায় পেয়েছে ৪৫ জন।