খোরশেদ আলম, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩ সালের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব।
গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এ আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোজাফফর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি হারুন ভান্ডারীসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা হলো মানুষের বেড়ে ওঠার সোপান। শিক্ষাহীন মানুষ কখনও লক্ষ্যে পৌঁছাতে পারে না। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেদেরকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে; তবেই শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল হবে।
শেষে নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে দিনটি উপভোগ করে।