আব্দুর রউফ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: র্যাব- ১৪ সিপিসি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩ টার সময় সময় কিশোরগঞ্জ সদর থানাধীন একরামপুর সি এন জি স্ট্যান্ড এলাকায় একটি সিএনজি তল্লাশি করে সিএনজি থেকে দেশীয় তৈরি একটি পাইপ গান সহ একজন অস্ত্রধারী কে আটক করেছে। আটককৃত অস্ত্রধারী উক্ত সিএনজির মালিক তার নাম মোঃ লিটন (৪০)সে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের, কারপাশা গ্রামের শামসুদ্দিনের ছেলে।
এ সময় র্যাব সদস্যরা তল্লাশি কালে আটককৃত ব্যক্তির নিকট থেকে ১টি পাইপগান,১টি মোবাইল ফোন,ও নগদ ২৪৬০/= টাকা উদ্ধার করেছে।
র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খাঁন সংবাদ মাধ্যমকে জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত অস্ত্রধারী ব্যক্তি আটকৃত সিএনজির মালিক, উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্র টি তার হেফাজতে রেখেছিল বলে নিজে কে স্বীকার করেছে।
তিনি আরো জানান, এই ঘটনায় আটককৃত অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।