গোপালগঞ্জ প্রতিনিধি: শিক্ষানীতি-২০১০’র আলোকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে অংশ নেন এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, যুগশিক্ষা স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকার, বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্ময় বাড়ৈ, সহকারী কালীদাস বিশ্বাস, মো: মোস্তফা কামাল মোল্যা, সিনিয়র শিক্ষক আজমিরা খানমসহ আরও অনেকে।
বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালীদাস বিশ্বাস বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর না থাকায় তাদের কোন পদোন্নতি হয় না। টাইম স্কেলের জন্য তিন থেকে চারবার কাগজ নিলেও কোন টাইম স্কেল দেয়া হয়নি।
বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকার বলেন, শিক্ষানীতি-২০১০’র আলোকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখন সময়ের দাবি। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর না থাকায় মাধ্যমিক শিক্ষকরা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি জানান তিনি।