রুমু চৌধুরী, চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে দুদু মিয়া (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। দুদু মিয়া চাম্বল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের জঙ্গল চাম্বল এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানিয়েছে, প্রতিদিনের মতো দুদু মিয়া জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকার অভ্যন্তরে চাষাবাদের কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয় জনগণ বিকেলে তার মরদেহ নিয়ে আসে।
জঙ্গল চাম্বল ধুইল্যা ঝিরি এলাকায় বসবাস করে নিহতের পরিবার। তাদের সংসারে ৩ ছেলে ২ মেয়ে রয়েছে। তারা গত ১০ থেকে ১২ বছর পেকুয়ার রাজাখালি এলাকা থেকে তারা এখানে এসে বসবাস করছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহতের দাফন-কাফনের জন্য প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করেছেন বাঁশখালীর চাম্বলের ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
এ বিষয়ে জলদী অভয়ারণ্য রেঞ্জ ও চাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, চাম্বলের পাহাড়ি এলাকায় বসবাস করা দুদু মিয়া পাহাড়ে কাজ করার সময় হাতির আক্রমণে মারা গেছেন। বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, হাতির আক্রমণে নিহতের দাফন-কাফনের জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। নিহতের পরিবারকে সরকারিভাবে অনুদান প্রদান করা হবে বলে জানান তিনি।