রুমু চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র ইতিহাসে প্রথমবারের মতো ই-ভোটিং এর মাধ্যমে অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন।
মঙ্গলবার ( ২৪শে জানুয়ারি) বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম পেয়েছেন ১২৮ ভোট। সহ-সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. মকবুল হোসেন পেয়েছেন ৮৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক ৯৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী ৮৭ ভোট, অর্থ সম্পাদক পদে এ.কে.এম. কামরুল হাসান বিনাপ্রতিদ্বন্ধিতায়, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জিলহাজ উদ্দিন বিনাপ্রতিদ্বন্ধিতায়, দপ্তর সম্পাদক পদে মো. রুবেল মাহমুদ ৯২ ভোট , তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ নুর নেওয়াজ একশ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে নিবেদিতা দাশ বিনাপ্রতিদ্বন্ধিতায় এবং নির্বাহী সদস্য পদে ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন ১১০ ভোট, মো. মিরাজুল ইসলাম ৯৬ ভোট , জনাব পঙ্কজ বড়ুয়া ৯০ ভোট, মোহাম্মদ হারুন ৮৪ ভোট ও মোহাম্মদ নাছির উদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়েট টিএসসি মিলনায়তনে একটানা ভোটগ্রহণ চলে। এবার নির্বাচনে ১৭২ জন কর্মকর্তা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুপুর দেড়টায় চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোট প্রদান করেন। পরে উপস্থিত সকল ভোটার ও প্রার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। সে সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নির্বাচন পর্যবেক্ষক ও নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল হুদা। এছাড়া, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার প্রবীর চন্দ্র ভৌমিক, কম্পট্রোলার দপ্তরের প্রোগ্রামার মো. নূর উদ্দীন চৌধুরী, আইআইসিটি’র উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার ও সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান খান (নিরাপত্তা) দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, চুয়েটের ইতিহাসে যে কোনো ধরণের নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং (ই-ভোটিং) চালু করা হয়। এই সিস্টেমটি তৈরি করেছেন কম্পট্রোলার দপ্তরের প্রোগ্রামার মো. নূর উদ্দীন চৌধুরী এবং আইআইসিটি’র উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার।