আব্দুর রউফ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ভূমি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভের এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ খ সার্কেল এর পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর মনামরা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার ২৪ জানুয়ারি বিকাল ৩.০০ ঘটিকায় আসামীদের ১। মো. আলমগীর (২৬) পিতাঃ মোঃ নুরুল হক,গ্রামঃ পঞ্চবটি বৌ বাজার রেল (কলনী) থানাঃ ভৈরব জেলাঃ কিশোরগঞ্জ ও ২।মোঃ নাদিম (২২) পিতাঃ মোঃ কাশেম মিয়া গ্রামঃ বুদিয়ামারা থানাঃ নরসিংদী জেলাঃ নরসিংদী কে গাঁজা ও ইয়াবা সহ গ্রেপ্তার করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ প্রত্যেক আসামীদেরকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করে জানান মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রহিয়াছে ইহা নিয়মিত চলমান থাকবে।