আন্তর্জাতিক ডেস্ক: বিদ্যুৎ সংকটে গোটা পাকিস্তান। দেশটির জাতীয় গ্রিডে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। পাকিস্তানের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি হারানোর পর এমন পরিস্থিতি তৈরি হয়।
অবিলম্বে সিস্টেম পুনর্বহালের চেষ্টা চলছে। গ্রিড বিপর্যয়ের কারণে এদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে করাচি, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারসহ বিভিন্ন শহর।
একে বড় ধরনের সঙ্কট মনে করছেন না দেশটির জ্বালানি মন্ত্রী খুররাম দস্তগির। আগামী ২৪ ঘন্টার মধ্যে অবস্থা স্বাভাবিকের আশ্বাস দিয়েছেন তিনি।
তীব্র অর্থ ও জ্বালানি সংকটে ভুগতে থাকা পাকিস্তানে গত মাসেই জ্বালানি সাশ্রয়ী নানা নির্দেশনা দেয় শাহবাজ শরীফ সরকার। এরমধ্যে ছিলো রাত ৮টার মধ্যে দোকান-পাট, কমিউনিটি সেন্টার বন্ধসহ নানা পদক্ষেপ।