আব্দুর রউফ ভূঁইয়া: “বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে কুলিয়ারচর থানার আয়োজনে কুলিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, সাবেক অতিরিক্ত সচিব ড. এম. এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এম ডি বিভাগীয় প্রধান (কার্ডিওলজি) এমএজি প্রফেসর ডা. মো. মোখলেছুর রহমান, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আবদুস সাত্তার মাস্টার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লূৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম, রামদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আলাল উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস. এম আজিজ উল্ল্যাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ওপেন হাউজ ডে-তে মাদক নির্মূলে জোরদার দিয়ে বক্তারা বলেন, কুলিয়ারচরে মাদক ও ইভটিজিং দিন দিন বেড়েই চলছে। মাদক ও ইভটিজিং নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এস.আই দেব দুলাল।