আব্দুর রউফ ভূঁইয়া: “ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল খেলার রাজা ফুটবল” এই স্লোগানে মুখরিত হয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্য বাহী করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে ব্যাপক দর্শকদের উপস্থিতিতে “বন্ধু বন্ধু স্পোর্টিং ক্লাব” বনাম “টাইগার্স একাদশের” মধ্যে করগাঁও দক্ষিণ ডাঙ্গেরগাও ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন, করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুল, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ বোরহান উদ্দিন, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ সজল। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টটি পরিচালনা করেন করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আব্দুস সাত্তার এবং ধারভাষ্যে খেলার মাঠ মাথিয়ে রাখেন শোভন খাঁন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইগার্স একাদশ ট্রাই বেকারে বঙ্গবন্ধু একাদশ কে হারিয়ে ১-০ গোলে বিজয়ী হয়। পরে টুর্নামেন্টের প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি ২৪” এল ই ডি টিবি পুরস্কার হিসেবে তুলে দেন। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক প্রণব ঘোষ সুজন।