রুমু চৌধুরী: অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রেখেছে বাংলার নারীরা। যুক্তরাষ্ট্রের দেয়া ১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে দিশা বিশ্বাসের শিকার হয়ে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান লাসিয়া মুল্লাপুদি। এরপর দিশা ধিংরা ও স্নিগ্ধা পাল ৫৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান। তবে ৬৮ রানের মাথায় দু’জনই আউট হন। স্বর্ণা আক্তারের থ্রোতে ২০ রান করে আউট হন দিশা। এর পরের বলেই ব্যক্তিগত ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান স্নিগ্ধা। এরপর ঈসানি ভাঘেলা ও গীতিকা কোদালির ব্যাটে ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানের মামুলি স্কোর সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা বিশ্বাস।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যেই আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তারের উইকেট দুটি হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর কেউই বড় ইনিংস করতে না পারলেও বেশ কয়েকটি মাঝারি রান পায় বাংলাদেশের মেয়েরা। স্বর্না আক্তার ২২, রাবেয়া খান ১৮, দিলারা আক্তার ১৭, মিস্টি সাহা ১৪ রান করেন। টানা কয়েকটি মাঝারি রানের কার্যকর জুটিতে ভর করেই ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন দিশা বিশ্বাস।