Hi

ঢাকা, বাংলাদেশ ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামের চমকপ্রদ ফিচার ব্লেন্ড

ইনস্টাগ্রাম ব্যবহার এখন আরও আনন্দময় হতে চলেছে! ব্যবহারকারীদের পারস্পরিক রিলস শেয়ারিং অভিজ্ঞতা আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামে নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

নতুন এই ফিচারের মাধ্যমে একজন বা একাধিক বন্ধু মিলে নিজেদের জন্য একটি ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবে। শুধু দুজন ব্যক্তি অথবা গ্রুপ চ্যাটের সদস্যরা মিলেই এই ফিড শেয়ার করতে পারবে, অন্য কেউ সেটি দেখতে পারবে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহারে আরও আনন্দ যোগ করতেই আনা হয়েছে এই ফিচার।

>> প্রথমে ব্যবহারকারীকে একটি প্রাইভেট চ্যাট বা গ্রুপ চ্যাট খুলতে হবে।
>> চ্যাট স্ক্রিনের উপরের দিকে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ট্যাপ করতে হবে।
>> এরপর ‘ইনভাইট’ অপশনে ক্লিক করে পছন্দের বন্ধুকে এই ফিচারে যুক্ত করা যাবে।
>> যেই মুহূর্তে আমন্ত্রণপ্রাপ্ত বন্ধু বা গ্রুপের কেউ ইনভাইট গ্রহণ করবে, তখনই ব্লেন্ড ফিচার চালু হয়ে যাবে।

একবার ব্লেন্ড চালু হলে, ইনস্টাগ্রাম দুজন সদস্যের পছন্দ ও ইন্টারেস্ট অনুযায়ী প্রতিদিন নতুন নতুন রিলস সাজেস্ট করবে। এই ফিড একান্তই তাদের জন্যই তৈরি — যা অন্য কেউ দেখতে পারবে না।

বন্ধুরা যদি কোনো রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করে, তাহলে ইনভাইট পাঠানো সদস্যের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া যদি কেউ ব্লেন্ড থেকে নিজেকে সরিয়ে দেয় বা ফিচারটি বন্ধ করে। তবে স্বাভাবিকভাবেই সেই ফিড থেকে তাকে আলাদা করে দেওয়া হবে।

ইনস্টাগ্রাম সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর গবেষণা ও উন্নয়নের পর ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের রিলস শেয়ারিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ করে তুলতে পারবেন।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

ইনস্টাগ্রামের চমকপ্রদ ফিচার ব্লেন্ড

আপডেট : ০৮:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইনস্টাগ্রাম ব্যবহার এখন আরও আনন্দময় হতে চলেছে! ব্যবহারকারীদের পারস্পরিক রিলস শেয়ারিং অভিজ্ঞতা আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামে নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

নতুন এই ফিচারের মাধ্যমে একজন বা একাধিক বন্ধু মিলে নিজেদের জন্য একটি ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবে। শুধু দুজন ব্যক্তি অথবা গ্রুপ চ্যাটের সদস্যরা মিলেই এই ফিড শেয়ার করতে পারবে, অন্য কেউ সেটি দেখতে পারবে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহারে আরও আনন্দ যোগ করতেই আনা হয়েছে এই ফিচার।

>> প্রথমে ব্যবহারকারীকে একটি প্রাইভেট চ্যাট বা গ্রুপ চ্যাট খুলতে হবে।
>> চ্যাট স্ক্রিনের উপরের দিকে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ট্যাপ করতে হবে।
>> এরপর ‘ইনভাইট’ অপশনে ক্লিক করে পছন্দের বন্ধুকে এই ফিচারে যুক্ত করা যাবে।
>> যেই মুহূর্তে আমন্ত্রণপ্রাপ্ত বন্ধু বা গ্রুপের কেউ ইনভাইট গ্রহণ করবে, তখনই ব্লেন্ড ফিচার চালু হয়ে যাবে।

একবার ব্লেন্ড চালু হলে, ইনস্টাগ্রাম দুজন সদস্যের পছন্দ ও ইন্টারেস্ট অনুযায়ী প্রতিদিন নতুন নতুন রিলস সাজেস্ট করবে। এই ফিড একান্তই তাদের জন্যই তৈরি — যা অন্য কেউ দেখতে পারবে না।

বন্ধুরা যদি কোনো রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করে, তাহলে ইনভাইট পাঠানো সদস্যের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া যদি কেউ ব্লেন্ড থেকে নিজেকে সরিয়ে দেয় বা ফিচারটি বন্ধ করে। তবে স্বাভাবিকভাবেই সেই ফিড থেকে তাকে আলাদা করে দেওয়া হবে।

ইনস্টাগ্রাম সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর গবেষণা ও উন্নয়নের পর ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের রিলস শেয়ারিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ করে তুলতে পারবেন।