Hi

ঢাকা, বাংলাদেশ ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
প্রথম দিনেই

এসএসসি পরীক্ষা: অনুপস্থিত প্রায় ২৭ হাজার


২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনই ২৬,৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়নি, যদিও তারা ফরম পূরণ করেছিল। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেয়া তথ্যমতে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

আজকের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন শিক্ষার্থীর। কিন্তু বাস্তবে অংশ নিয়েছে ১৭ লাখ ৮৫০ জন। সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডে—৯,৬২৩ জন। অন্য বোর্ডগুলোর অনুপস্থিত শিক্ষার্থী:

ঢাকা বোর্ডে ৩৪৯৬, কুমিল্লায় ২৫৫৩, যশোরে ১৮০০, রাজশাহীতে ১৬২২, দিনাজপুরে ১৩৪১, চট্টগ্রামে ১১৭৩, বরিশালে ১০৩৩, সিলেটে ৮৭৮, ময়মনসিংহে ৮৪২ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২,৫৬৭ জন।

অন্যদিকে, বহিষ্কৃত ২২ জনের মধ্যে ১০ জন সাধারণ শিক্ষা বোর্ডের, ১০ জন মাদ্রাসা বোর্ডের এবং ২ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী।

প্রসঙ্গত, গত বছর প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯,৩৫৯ জন এবং বহিষ্কৃত হয়েছিল ২৪ জন। সেই তুলনায় এবার অনুপস্থিতির হার বেড়েছে।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

প্রথম দিনেই

এসএসসি পরীক্ষা: অনুপস্থিত প্রায় ২৭ হাজার

আপডেট : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনই ২৬,৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়নি, যদিও তারা ফরম পূরণ করেছিল। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেয়া তথ্যমতে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

আজকের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন শিক্ষার্থীর। কিন্তু বাস্তবে অংশ নিয়েছে ১৭ লাখ ৮৫০ জন। সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডে—৯,৬২৩ জন। অন্য বোর্ডগুলোর অনুপস্থিত শিক্ষার্থী:

ঢাকা বোর্ডে ৩৪৯৬, কুমিল্লায় ২৫৫৩, যশোরে ১৮০০, রাজশাহীতে ১৬২২, দিনাজপুরে ১৩৪১, চট্টগ্রামে ১১৭৩, বরিশালে ১০৩৩, সিলেটে ৮৭৮, ময়মনসিংহে ৮৪২ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২,৫৬৭ জন।

অন্যদিকে, বহিষ্কৃত ২২ জনের মধ্যে ১০ জন সাধারণ শিক্ষা বোর্ডের, ১০ জন মাদ্রাসা বোর্ডের এবং ২ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী।

প্রসঙ্গত, গত বছর প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯,৩৫৯ জন এবং বহিষ্কৃত হয়েছিল ২৪ জন। সেই তুলনায় এবার অনুপস্থিতির হার বেড়েছে।