
বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) কর্তৃক বাস্তবায়িত “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় “Sub-sector: Rice Mill এর “Promoting Resilient Green Growth in Rice Production & Processing” উপ-প্রকল্পের অধীনে নওগাঁ জেলার “নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপ” এ বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ শওকত আলী, পরিচালক জেআরডিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপ” এর সভাপতি, মোঃ মোতালেব হোসেন এবং মোঃ মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক, আস্তান মোল্লা কলেজ, নওগাঁ।
এছাড়াও উপস্থিত ছিলেন চালকল মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ (রাইস মিলার)ও প্রকল্পের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ এন এম ওয়ালিউজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক (প্রকল্প), জেআরডিএম।
প্রকল্পের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন।