
প্রকাশ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মেরেছেন তার স্ত্রী ব্রিজিট টেনিও। এমনই একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন সংবাদমাধ্যমে।
সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের দরজা খুলে গেল। হাসিমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এল তার মুখে। আকস্মিক এই কাণ্ডে হতভম্ব হয়ে যান ম্যাক্রোঁ! তারইমধ্যে বাইরের দিকে হাত নাড়ান ফরাসি প্রেসিডেন্ট। এরপর বেরিয়ে আসেন বিমানের বাইরে।
পর মুহূর্তে পেছন-পেছন লাল পোশাক পরা ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিটও বেরিয়ে আসেন। হাত মেলান বিমানের দরজা খুলে দেওয়া ব্যক্তির সঙ্গে। তা দেখে হাত বাড়িয়ে স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু তার হাত ধরেননি ব্রিজিট। বরং পাশাপাশি দুজনে হেঁটে যেতে থাকেন।
জানা গেছে, সরকারি সফরে রবিবার (২৫ মে) সন্ধ্যায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পা রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তাকে বহনকারী বিমানে হ্যানয়ের বিমানবন্দরে পৌঁছানোর পরই এমন কাণ্ড ঘটেছে।
তবে স্ত্রীর চড় খাওয়ার কথা উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন— মাঝেমধ্যেই তারা এমন মজা করেন, সেটাই করছিলেন।