
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এবার সারাদেশের ৬৭৯টি পরীক্ষা কেন্দ্রে ১,৯১৮টি কলেজের মোট ২,৬৭,৯১৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২,২২,৯১০ জন শিক্ষার্থী, যা অনুযায়ী পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট result.nu.ac.bd www.nu.ac.bd/results এই দুটি ঠিকানায় আজ সন্ধ্যা ৭টা থেকে ফলাফল পাওয়া যাবে।
এছাড়া ফলাফল সংক্রান্ত কোনো জটিলতা বা আপত্তি থাকলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যাচাই ও সনদ বিতরণের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।