
ময়মনসিংহ সদরে ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
শনিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সংগঠনে ২৫ টিতে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল -মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন,বিদ্যাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।