
বহুল প্রত্যাশিত ‘ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম’র প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার (১৫মে) রাতে।
উপজেলার আন্ধারিয়াপাড়া বাজার মোড়ে প্রধান কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ফিতাকাটা হয়, আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল সভাপতি কামরুজ্জামান মীর আজাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম সরকার, ইউনিয়ন বিএনিপ’র নেতা আফতাব উদ্দিন তারা, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম সরকার , ছাত্রনেতা আশরাফুল ইসলাম, নসরুল্লাহ মারুফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন রবিন।
‘ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে যেখানে অনিয়ম হবে সেখানে আমরা প্রতিবাদ করবো, তাদের বুঝানো হবে, ভাই এখানে অনিয়ম হচ্ছে, এটা নিয়মের মধ্যে নিয়ে আসেন। দ্বিতীয় কাজ হচ্ছে সরকারী সাহায্য ছাড়াও আমাদের এলাকায় অনেক বিত্তবান মানুষ আছে, যাদের সহযোগিতায় আমরা এলাকাটাকে সামনে এগিয়ে নিতে পারি। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। বেকার সমস্যা সমাধানে আমরা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুব শীঘ্রই চালু করতে চাই। যেখানে বিনামুল্যে কম্পিউটার শেখানো হবে, ট্রেনিংপ্রাপ্তরা পরিবারের বোঝা না হয়ে, সম্পদে পরিণত হবে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ সিরাজ তিনি বলেন, ফুলবাড়ীয়া টু রাধাকানাই বেহাল রাস্তা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে চাই। অন্তত ঈদের আগে বড় বড় গর্তগুলো বন্ধ করতে হবে। যদি সরকারী সহযোগিতা না পাওয়া যায়, তাহলে ইউএনও মহোদয়ের অনুমতি নিয়ে ফুলবাড়ীয়া হইতে রাধাকানাই রাস্তা আমার ব্যক্তিগত উদ্যোগে মেরামত (ইট সুরকি দিয়ে) করতে চাই।
বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমরা সবাই ধানের শীষের লোক। আগামীতে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমরা তার পক্ষ হয়ে কাজ করবো। আর বিএনপি থেকে যেই এমপি হোক, উনি আমাদের কথা শুনবে, আমাদের উচিত দল যাকে মনোনয়ন দিবে, তাকে এমপি বানানো। তাই অন্য কোন চিন্তা না করে সবাই বিএনপি’র পতাকাতলে আসেন, আমরা সবাই মিলে মিশে এলাকার উন্নয়নে কাজ করি।