প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১২:২৬ পি.এম
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সাম্প্রতিক বিষয় নিয়ে করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।
শনিবার (১০ মে) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আমি কিছু জানি না। তবে সাম্প্রতিক বিষয়ে নিয়ে তো আলোচনা হবেই।
তিনি বলেন, রাত ৯টায় বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরিচালকমণ্ডলী : সম্পাদক ও প্রকাশক: হাসান হাবিব তালুকদার ব্যবস্থাপনা সম্পাদক: মারুফ হোসেন বার্তা সম্পাদক: মো. সাইফুল ইসলাম। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৬২/ক, ২য় তলা, ফকিরাপুল,মতিঝিল, ঢাকা। ফোন: ০১৭১১১৩৩৪৬৭ (হোয়াটসঅ্যাপ) বিজ্ঞাপন ও সার্কুলেশন: ০১৭১৩৯৫৩২৬৬ নিউজ: ০৯৬৯৬৪৩৭৫৯৬ অথবা ০১৭৩৩৪৩৭৫৯৬ ই-মেইল: বার্তা বিভাগ: news.jonogonerkhobor@gmail.com বিজ্ঞাপন: info.jonogonerkhobor@gmail.com