Hi

ঢাকা, বাংলাদেশ ১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে শিশুসহ ১০ জনকে ফেরত পাঠালো ভারতীয় বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার (৪ মে) ভোরে পশ্চিমবঙ্গের হৃদয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে সীমান্ত অতিক্রমের পর তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আটককৃতরা হলেন ১। সাইফুল ইসলাম (২০) পিতা শহীদুল ইসলাম , গ্রাম সাং বুগেলহাট, থানাজেলা যশোর ২। প্রসেনজিৎ দাস (২৬)পিতা সন্তোষ দাস, সাং বাটড়া, থানা কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা ৩। রিপন শেখ (৩৫)পিতা বেল্লাল শেখ সাং হাসেন কান্দা থানা রাজৈর জেলা মাদারীপুর ৪। তারেক হোসেন (২৫) পিতা তাজউদ্দিন মোল্লা সাং কন্যাদা থানা শার্শশা জেলা যচোর ৫। সেজুতি রায় (২০)পিতা সুব্রত রায় সাং ঘনা বান্দা থানা ডুমুরিয়া জেলা খুলনা ৬। কৌশল্লা (৩৭)স্বামী দীপঙ্কর রায় স সাং দিয়াড়া থানা বিল দিয়া জেলা খুলনা ৭। অর্চনা রানী সরকার (৫২)স্বামী অসীম সরকার সাং ও পংকবিলা থানাও জেলা নড়াইল ৮। দেবদাস বিশ্বাস ( ৩৬)পিতা শ্যামল বিশ্বাস সাং বোদ্দানা থানা নওয়া পাড়া জেলা যশোর ৯। রুপা বিশ্বাস (২৭) স্বামী দেবদাস বিশ্বাস সাং বোদ্দানা থানা নওয়া পাড়া জেলা যশোর ১০। জয়দেব বিশ্বাস পিতা দেবদাস বিশ্বাস সাং বোদ্দানা থানা নওয়া পাড়া জেলা যশোর।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, ওইসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন। সাজা শেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তাদের একত্র করে বিএসএফ। পরে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর সীমান্ত হয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

বিজিবি সদস্যরা তাদের সীমান্ত অতিক্রম করার পর আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

মেহেরপুর সীমান্তে শিশুসহ ১০ জনকে ফেরত পাঠালো ভারতীয় বিএসএফ

আপডেট : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার (৪ মে) ভোরে পশ্চিমবঙ্গের হৃদয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে সীমান্ত অতিক্রমের পর তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আটককৃতরা হলেন ১। সাইফুল ইসলাম (২০) পিতা শহীদুল ইসলাম , গ্রাম সাং বুগেলহাট, থানাজেলা যশোর ২। প্রসেনজিৎ দাস (২৬)পিতা সন্তোষ দাস, সাং বাটড়া, থানা কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা ৩। রিপন শেখ (৩৫)পিতা বেল্লাল শেখ সাং হাসেন কান্দা থানা রাজৈর জেলা মাদারীপুর ৪। তারেক হোসেন (২৫) পিতা তাজউদ্দিন মোল্লা সাং কন্যাদা থানা শার্শশা জেলা যচোর ৫। সেজুতি রায় (২০)পিতা সুব্রত রায় সাং ঘনা বান্দা থানা ডুমুরিয়া জেলা খুলনা ৬। কৌশল্লা (৩৭)স্বামী দীপঙ্কর রায় স সাং দিয়াড়া থানা বিল দিয়া জেলা খুলনা ৭। অর্চনা রানী সরকার (৫২)স্বামী অসীম সরকার সাং ও পংকবিলা থানাও জেলা নড়াইল ৮। দেবদাস বিশ্বাস ( ৩৬)পিতা শ্যামল বিশ্বাস সাং বোদ্দানা থানা নওয়া পাড়া জেলা যশোর ৯। রুপা বিশ্বাস (২৭) স্বামী দেবদাস বিশ্বাস সাং বোদ্দানা থানা নওয়া পাড়া জেলা যশোর ১০। জয়দেব বিশ্বাস পিতা দেবদাস বিশ্বাস সাং বোদ্দানা থানা নওয়া পাড়া জেলা যশোর।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, ওইসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন। সাজা শেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তাদের একত্র করে বিএসএফ। পরে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর সীমান্ত হয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

বিজিবি সদস্যরা তাদের সীমান্ত অতিক্রম করার পর আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।