
বৃহস্পতিবার (১ মে) ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবদল কেন্দ্রের নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকারের নির্দেশে মে দিবসের র্যালি আলোচনা সভা হয়।
উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ,বিএনপির নেতা এডঃ কবির হোসেন,পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন,এডঃ পারোয়ার হোসেন পিন্টু,যুবদলের ইকবাল হোসেন,শ্রমিক দলের নেতা মজনু প্রমুখ।
অপর দিকে ফুলবাড়িয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এ আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জায়াতের নায়েবে আমীর- অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মীর জাহিদুর রহমান (জাহিদ)।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর- মাওলানা ফজলুল হক শামীম প্রমুখ।