Hi

ঢাকা, বাংলাদেশ ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গান গেয়ে যুক্তরাষ্ট্রে মঞ্চ মাতাবেন মৌসুমী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট : ০২:৫১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৭৬ দেখা

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠানে এবার গান গাইবেন এ চিত্রনায়িকা। একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।

জানা গেছে, আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষণ চিত্রনায়িকা মৌসুমী। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুণী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।

মৌসুমী জানান, বাফলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। এই দুইদিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

গান গেয়ে যুক্তরাষ্ট্রে মঞ্চ মাতাবেন মৌসুমী

আপডেট : ০২:৫১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠানে এবার গান গাইবেন এ চিত্রনায়িকা। একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।

জানা গেছে, আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষণ চিত্রনায়িকা মৌসুমী। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুণী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।

মৌসুমী জানান, বাফলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। এই দুইদিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।